নিউজ ডেস্ক
স্প্যানিশ লা লিগায় আজই নির্ধারিত হতে পারে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন। তাতে রিয়ালের ঘরেই উঠতে যাচ্ছে এবারের শিরোপা। বাকি কেবল আনুষ্ঠানিকতা। সে ক্ষেত্রে মৌসুমের চমক জিরোনার সহায়তা দরকার কার্লো আনচেলত্তির দলের।
আজ বার্সেলোনা-জিরোনা ম্যাচের দিকেই নজর রাখছে রিয়াল। কিভাবে আজই চ্যাম্পিয়ন হতে পারে রিয়াল দেখা যাক। চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত সব দল ৩৩টি করে ম্যাচ খেলে ফেলেছে।
প্রতি দলের ম্যাচ বাকি ৫টি করে। ৩৩ রাউন্ড শেষে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৩। জিরোনা ৭১ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।
আজ রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজের বিপক্ষে খেলবে রিয়াল। রিয়াল যদি কাদিজের বিপক্ষে জিতে তাহলে তাদের পয়েন্ট হবে ৮৭। অর্থাৎ বার্সার চেয়ে ১৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে।
এরপর জিরোনা যদি বার্সাকে হারিয়ে দেয় তাহলেই কেল্লাফতে। ৩৬তম লা লিগা জিতে যাবে লস ব্লাঙ্কোসরা। হিসেব বলছে, বার্সা হারলে তাদের পয়েন্ট থেকে যাবে ৭৩। পরের চার ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ৮৫।
এদিকে রিয়ালের পয়েন্ট ৮৭ হয়ে গেলে পরের চার ম্যাচে হারলেও বার্সার থেকে ২ পয়েন্ট এগিয়েই থাকবে মাদ্রিদের রাজারা। ফলে হিসেবনিকেশ আজই ক্লিয়ার হয়ে যেতে পারে।
এদিকে আজ প্রতিবেশী বার্সাকে হারাতে পারলে লা লিগায় শীর্ষ চারে থাকা নিশ্চিত হবে জিরোনার। সেটা হলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে জায়গা করে নেবে তারা, যা ক্লাবটির ইতিহাসে প্রথম।
লা লিগা থেকে আগামী মৌসুমে ছয়টি দল ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় অংশ নেবে। শীর্ষ চার দল চ্যাম্পিয়নস লিগ, পাঁচে থাকা দল ইউরোপা লিগ ও ছয়ে থাকা দল কনফারেন্স লিগে খেলবে। দ্বিতীয় সারিতে নেমে যাবে পয়েন্ট তালিকার ১৮, ১৯ ও ২০ নম্বরে থাকা দল।