চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর হাজী পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মে) সকাল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দ্বারিয়াপুর হাট প্রাঙ্গণে হাজীদের দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, আলহাজ্ব মাওলানা সোহরাব আলী, হুদায়বিয়া হজ্জ্ব কাফেলার পরিচালক আবুল কাশেমসহ অন্যরা।
উল্লেখ্য যে, প্রতিবছর পরিষদের উদ্যোগে পুরাতন ও নতুন হজ্জব্রত পালনে যাওয়া হাজীদের মিলন মেলার মধ্যে দিয়ে অভিজ্ঞতা বিনিময় ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে থাকে।