দেবীনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন

মোঃ জমশেদ আলী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের কৃতি সন্তান, জনপ্রিয় ডার্মাটোলজিস্ট মরহুম ডা. গোলাম কাজেম আলী আহমেদ স্মৃতি স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

৪ এপ্রিল শনিবার দিনব্যাপী একতা যুব সংঘের সার্বিক সহযোগিতায়, রক্তের বন্ধনে দেবীনগরের আয়োজনে দেবীনগরের বাগানপাড়ায় অবস্থিত দারুল আসহাব হিফয মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।


দারুল আসহাব হিফয মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল বারী এর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন দারুল আসহাব হিফয মাদ্রাসার উপদেষ্টা মন্ডলীর সভাপতি আলহাজ্ব মুর্তজা মাস্টার, কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুস সালাম মেম্বার ও সেক্রেটারি আব্দুস সালাম মাস্টার, রক্তের বন্ধনে দেবীনগর এর উপদেষ্টা মোঃ ইসমাইল হোসেন বাবু সহ সংগঠনের সাধারণ সদস্যগণ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন একতা যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক ও সাবেক সভাপতি মোশাররফ হোসেন।

উল্লেখ্য, গত ২৯শে অক্টোবর রাজশাহীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ডা. গোলাম কাজেম আলী আহমেদ। তারই স্মৃতিতে এই কর্মসূচীর আয়োজন করা হয়। প্রায় ৯০ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও মাদ্রাসার চারপাশে ২০ টি সুপারির চারা রোপণ করা হয়। মরহুম ডাঃ গোলাম কাজেম এর অর্থায়নে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং এই মাদ্রাসা নিয়ে তিনি অনেক বড় স্বপ্ন দেখেছিলেন। তাঁর স্বপ্ন ধরে রাখতে এলাকা বাসী দৃঢ়প্রতিজ্ঞা বলে জানান তাঁরা।

রক্তের বন্ধনে দেবীনগর সংগঠনের উপদেষ্টা ইসমাইল হোসেন জানান রক্তের বন্ধনে দেবীনগর একটি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, দুস্থ রুগীদের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।