চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা ডায়াবেটিক সমিতির আমৃত্যু সহ-সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মরহুম আফসার আলীর স্মরণে ও তাঁর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউ হুজরাপুরে ডায়াবেটিক সমিতির নিজস্ব ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ডায়াবেটিক সমিতির পরিচালক ডা দুররুল হোদা'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার্স এর সভাপতি আব্দুল ওয়াহেদ।
এছাড়া মরহুমের সামাজিক উন্নয়নে ভুমিকার বিভিন্ন দিক তুলে ধরে আরো বক্তব্য দেন, সমিতির কার্যকরী কমিটির নির্বাহী সদস্য খাইরুল ইসলাম, সদস্য সামশুল হক (গানুমিয়া), সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টু, মরহুমের সন্তান সামশুল ইসলাম, এহতেশামুল হক বাবলুসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াহেদ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠায় মরহুম আফসার আলীর সক্রিয় আন্তরিক ভুমিকার কথা তুলে ধরেন। এছাড়া জেলার আরো অনেক সেবামূলক কার্যক্রমে আমৃত্যু তিনি তাঁর সার্বিক সহযোগিতা দিয়ে গেছেন। আল্লাহ উনাকে জান্নাত বাসি করুক।
পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন টাউন জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবর রহমান।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নতুন হাটের বাসিন্দা মরহুম আফসার আলী গত ২৬ এপ্রিল বার্ধক্যজনিত অসুস্থতায় ইন্তেকাল করেন। তিনি জেলার বিভিন্ন সামাজিক ব্যাবসায়িক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।