সুন্দরবনে আগুন নেভাতে হেলিকপ্টার দিয়ে ছিটানো হচ্ছে পানি

নিউজ ডেস্ক

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি-সংলগ্ন লতিফের ছিলা নামক এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে দ্বিতীয় দিনের মতো জ্বলছে।

আগুন নিয়ন্ত্রণে ইতোমাধ্যে যোগ দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি দল। ২৪ ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুন নেভাতে হেলিকপ্টার দিয়ে পানি ছিটাচ্ছে বিমানবাহিনী। রবিবার (৫ মে) দুপুর থেকে আগুন লাগা স্থানে পানি দেওয়া শুরু করে বিমানবাহিনীর হেলিকপ্টারটি।

এছাড়া এদিন সকাল থেকে আগুন নির্বাপণের জন্য ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট, কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। বনবিভাগ ও প্রশিক্ষিত ফায়ার ফাইটারদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বন সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকরাও অংশ নিয়েছেন।

এসময় বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাথ খান, মোরেলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম তারেক সুলতানসহ ফায়ার সার্ভিস ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহিদুল আলম চৌধুরী বলেন, ভোলা নদী থেকে অন্তত দুই কিলোমিটার দূরে আগুনের উৎসে সকাল থেকে পানি ছিটানো হচ্ছে।

ফায়ার লাইন (অগভীর নালা) কাটা হয়েছে যাতে আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে না পারে। তিনি আরও বলেন, তিন দিক দিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিচ্ছে। এখন বনের মধ্যে বড় ধরনের আগুন নেই।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।