২৪ ঘণ্টার মধ্যে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

নিউজ ডেস্ক

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট বা ভালো মানে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৭৩৪ টাকা বাড়িয়ে ১ লাখ ১০ হাজার ৯৪৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি–বাজুস।

রোববার বিকেলে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ নতুন দরের ঘোষণা দেওয়া হয়।

এর আগে টানা আট দফায় কমল স্বর্ণের দাম কমার পর গতকাল ভালো মানের স্বর্ণের ভরিপ্রতি বাড়ানো হয় এক হাজার ৫০ টাকা। এ নিয়ে দুদিনে ১ হাজার ৭৮৪ টাকা বাড়ল দাম। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল সোমবার থেকে এই দাম কার্যকর করা হবে।

টানা পতনের পর বাড়ল স্বর্ণের দামটানা পতনের পর বাড়ল স্বর্ণের দাম এতে আরও বলা হয়, নতুন দাম অনুযায়ী এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকায়।

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৫ হাজার ৮৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯০ হাজার ৭৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা করা হয়েছে। অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ১০০ টাকা। এদিকে, এ নিয়ে চলতি বছর ২০ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস।

এছাড়া গত ১৮ দিনের ব্যবধানে দেশের বাজারে ১৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫ বার দাম বেড়েছে এবং ৮ বার কমানো হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।