চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ২য় বিভাগ ক্রিকেট লীগের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ডা.আ.আ.ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।
সমাপনী খেলায় রহনপুর ক্রিকেট ক্লাব ৫ উইকেটে কানসাট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে স্টেডিয়াম হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গৌরী চন্দ সীতু।
সাধারণ সম্পাদক এম. কোরাইশী মিলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বদিউজ্জামান, নির্বাহী সদস্য আব্দুল হান্নান রজু, সালামত হোসেন, ফানিসুর রহমান, ফরিদ সায়েম, রিজনসহ অন্যান্যরা।
ক্রিকেট লিগের সমাপনী ম্যাচে কানসাট ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২০ রান। জবাবে রহনপুর রহনপুর ক্রিকেট ক্লাব ১৬ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১২১ রান করে জয় হয়।
প্রসঙ্গ গত উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে ২য় বিভাগ ক্রিকেট লীগে জেলার ১২টি দল অংশ নেয়।