চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
"অর্থ, পুষ্টি, তুষ্টি চান, নিয়মিত মাশরুম খান" এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উপাদান ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও এ কার্যক্রমের প্রদর্শন করা হয়েছে।
সোমবার (৬ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
উক্ত মাঠ দিবসে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহম্মেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, জেলা মৎস্য কর্মকতা মাহবুবুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান প্রমুখ।
মাশরুম চাষ ও মাঠ দিবস কার্যক্রম প্রদর্শন বিষয়ে উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার আতিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কে এম কাওছার হোসেন, উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোছাঃ রহিমা খাতুন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মাঠ দিবস অনুষ্ঠানে মাশরুম চাষ বৃদ্ধিসহ এর পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও মাশরুম চাষের পদ্ধতি, গুরুত্ব, উৎপাদন, বিপনন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ধারনা দেয়া হয়।