শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের হলরুমে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত চাইন্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ-সিএসপিবি প্রকল্প ফেইজ-২ ও ইউনিসেফের সহযোগিতায় শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।
এ-সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, বীরমুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, তরিকুল আলম ও প্রধান শিক্ষক সেলিমা খাতুন সহ অন্যান্যরা।
উক্ত সভায় বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও শিশু পাচার বন্ধে আইনি সহায়তা সহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।