চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে উপজেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের হলরুমে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত চাইন্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ-সিএসপিবি প্রকল্প ফেইজ-২ ও ইউনিসেফের সহযোগিতায় শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

এ-সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, বীরমুক্তিযোদ্ধা তসলিম উদ্দীন, তরিকুল আলম ও প্রধান শিক্ষক সেলিমা খাতুন সহ অন্যান্যরা।

উক্ত সভায় বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও শিশু পাচার বন্ধে আইনি সহায়তা সহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।