চাঁপাইনবাবগঞ্জে উপজেলা নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিং

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৬ষ্ঠ  পজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্তে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার  (৭মে ) ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ছাইদুল হাসান। পুলিশ সুপার ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন।

তিনি বলেন নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন সহ করণীয়- বর্জনীয় সংক্রান্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নিদের্শনা প্রদান করেন।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নির্বাচন ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।