চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আগামীকাল বুধবার প্রথম ধাপে অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলা পরিষদের নির্বাচনের জন্য কেন্দ্রে কেন্দ্রে (ব্যালট পেপার ছাড়া) ভোটগ্রহণের সামগ্রী পাঠানো হয়েছে।
ভোটের দিন ভোরে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করীম। মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণের সামগ্রী বিতরণ করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, জেলার নাচোল, গোমস্তাপুর ও ভোলহাট উপজেলার ১৮৪ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
এরইমধ্যে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সামগ্রীও পাঠানো হয়েছে। তিনি জানান, শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।