চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আনোয়ার নামে একজনকে পিটিয়ে হত্যা মামলায় আব্দুর রশিদ(২৭) নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার(৭মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে রায় প্রদান করেন। রশিদ ভোলাহাটের বজরাটেক মুন্সিগঞ্জ গ্রামের নাজির হোসেনের ছেলে। নিহত আনোয়ার ভোলাহাটের পিড়ানচক গ্রামের মৃত আসগার আলীর ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান,২০১২ সালের ২ আগষ্ট ভোলাহাটের আলীসাহাসপুর গ্রামে একটি আমবাগানে পিটিয়ে আনোয়ারকে আহত করে রশিদ। এ সময় আনোয়ারের সাথে থাকা ৩টি গরুও কেড়ে নেয়া হয়। খবর পেয়ে আনোয়ারকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। ওইদিনই আটক হয় রশিদ। উদ্ধার হয় গরু। এ ঘটনায় পরদিন ২০১২ সালের ৩ আগষ্ট ভোলাহাট থানায় হত্যাচেষ্টা মামলা করেন আনোয়ারের বোন জামাই নেজাম আলী। দুদিন পর ২০১২ সালের ৪ আগষ্ট আনোয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে মামলাটি হত্যা মামলায় পরিণত হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ভোলাহাট থানার তৎকালীন উপ-পরিদশ সরোয়ার হোসেন ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারী রশিদকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।