মান্দায় শিশু ধর্ষণের ঘটনায় বৃদ্ধ আটক

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় শিশু ধর্ষনের ঘটনায় বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার প্রসাদপুর ইউপির গাড়ীক্ষেত্র এলাকা থেকে অভিযুক্ত বৃদ্ধ আতাউর রহমান ওরফে চেকু (৫৫) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন থানার উপপরিদর্শক শামীম। অভিযুক্ত বৃদ্ধ প্রসাদপুর ইউপির গাড়ীক্ষেত্র গ্রামের আলহাজ্ব খয়বর মন্ডলের ছেলে।

শিশুটির পরিবার ও অভিযোগ সুত্রে জানাগেছে,সোমবার (৬ মে) সন্ধ্যার সময় অন্য শিশুদের সঙ্গে মেয়েটি খেলা করছিল। এসময় প্রতিবেশি আতাউর রহমান শিশুকে পান খাওয়ানোর প্রলোভন দিয়ে তার বাড়িতে নিয়ে যায়।’ এসময় অভিযুক্ত আতাউর রহমান চেকুর বাড়িতে কেউ ছিল না। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি মেয়ে শিশুটিকে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর মেয়ে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি এসে পরিবারের কাছে সব বলে দেয়। পরিবার মেয়ে শিশুটিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা গ্রহণ করেন।

এব্যাপারে অভিযুক্ত আতাউর রহমানের সাথে কথা হলে তিনি ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার ভুল ও অন্যায় হয়েছে। আমাকে মাফ করে দেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজীর সাথে কথা হলে তিনি জানান, এ ঘটনার শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এরপরে অভিযান চালিয়ে অভিযুক্ত আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।