ষষ্ঠ উপজেলা নির্বাচন, প্রথম দফায় ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ: সিইসি

নিউজ ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলা নির্বাচনে শতকরা ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে।

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে ভোট গ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

এসময় সিইসি জানান, দুটি ভোটকেন্দ্র ভোটগ্রহণ স্থগিত হয়েছে। নির্বাচনে ৩৪ ঘটনায় ২৫ জন আহত হয়েছে। ৩০ থেকে ৪০ শতাংশ ভোট কাস্টিং হতে পারে। ভোটার আরও হলে ভাল হতো।

সিইসি বলেন, ভোট কাস্টিং কত হচ্ছে তা ইসির দেখার বিষয় না। সুষ্ঠুভাবে আয়োজন করা ইসির দায়িত্ব। কোথাও কোনো গড়মিল হয়েছে কিনা সেটা দেখার দায়িত্ব ইসির। এদিকে, ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

এরআগে সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। বৈরী আবহাওয়ায় সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও, পরে কিছুটা বাড়ে। নির্বাচন সুষ্ঠু করতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। তবে, কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ ও কিছু অনিয়মের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।

অনিয়মের অভিযোগে কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এছাড়া, কয়েকজন প্রিজাইডিং ও পোলিং অফিসারকে প্রত্যাহার ও গ্রেপ্তার করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।