নিউজ ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ। সিরিজের শুরুতে প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বাকি দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
এই দলে ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। এই তিন ক্রিকেটার শেষের দুই ম্যাচে ফিরবেন তা অনুমিত ছিল। জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে দলে জায়গা পাওয়া আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন ও শরীফুল ইসলাম সিরিজের বাকি দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন।
তিন ক্রিকেটারের দলে অন্তর্ভুক্তির ব্যাখ্যা দিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। বিসিবির এক ভিডিও বার্তায় সৌম্য সরকারের অন্তর্ভুক্তি ও পারভেজ ইমনের বাদ পড়া প্রসঙ্গে রাজ্জাকের ব্যাখ্যা, সৌম্য সরকার ও পারভেজ ইমনের ব্যাপারটা যেটা… সৌম্য যেহেতু চোটে ছিল, ও এখন খেলার জন্য ফিট হয়েছে। আমরা চাই ওকে ম্যাচ পরিস্থিতিতে দেখতে, ও কী অবস্থায় আছে তা বুঝতে। এ জন্য পরিবর্তনটা করা। যদিও পারভেজ কোনো ম্যাচ পায়নি। তবে ও আমাদের টি-টোয়েন্টি সিস্টেমের মধ্যেই আছে।
সাকিবকে জায়গা ছাড়তে আফিফের বাদ পড়া প্রসঙ্গেও সিস্টেমের কথাই বললেন রাজ্জাক, আফিফের ক্ষেত্রেও একই জিনিস, যারাই এই দলে আছে, সবাই কিন্তু আমাদের সিস্টেমের মধ্যে আছে।
সিস্টেমের বাইরে কেউ না। যদিও হয়তো সবাইকে সব সময় সুযোগ দেওয়া সম্ভব হয় না, দলের কম্বিনেশনের কারণে। সাকিব আল হাসানের দলে ফেরা নিয়ে রাজ্জাক বলেছেন, স্বাভাবিকভাবেই… সাকিব তো ছুটিতে ছিল। ছুটি থেকে আসার পর প্রিমিয়ার লিগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল, বিশ্বকাপ খেলার আগে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলবে।
শেষ দুটি টি-টোয়েন্টির জন্য আমরা ওকে আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম। এছাড়া রাজ্জাক আরও জানিয়েছেন, পরিবারকে সময় দিতে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরীফুল ইসলামকে। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি মিরপুরে ১০ মে, পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ১২ মে।