টানা তৃতীয় বারের মত নাচোল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আব্দুল কাদের

নাচোল প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে টানা তৃতীয় বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের।তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় নাচোল উপজেলায়। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা দুলাল হোসেন বুধবার রাতে বেসরকারি ভাবে ঘোষণা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ঘোড়া প্রতীক নিয়ে ৩৩ হাজার ৯শ ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম (আনারস) প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮শ ৭০ ভোট।এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ,চশমা প্রতীকে কামাল উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফ্যান প্রতীকে নির্বাচিত হয়েছেন শামীমা খাতুন লিপি।

উপজেলা নির্বাহী অফিসার নীলূফা সরকার জানান,নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।পুলিশ সদস্যসহ আনসার বাহিনীর সদস্য রয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্সসহ বিজিবি এবং র‍্যাবের টহল অব্যাহত আছে।সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য এ উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৫৭ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৭৬ জন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।