গোমস্তাপুর উপজেলা পরিষদে নির্বাচিত হলেন যারা

গোমস্তাপুর প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আশরাফ হোসেন (আলিম)।

বুধবার (০৮ মে) গোমস্তাপুর উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। রাতেই উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

জানা গেছে, গোমস্তাপুর উপজেলা পরিষদের বেসরকারি ভাবে নির্বাচিত আশরাফ হোসেন আলিম (আনাসর) প্রতিকে তিনি পেয়েছেন, ৪০ হাজার ৬২০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের হুমায়ূন রেজা (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান নুহ (টিউবওয়েল) প্রতীকে তিনি পেয়েছেন ২৬,৫৬৬ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিরা (সেলাই মেশিন) প্রতীকে পেয়েছেন ২০,৫০৯ ভোট। ভোট গণনা শেষে রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।