গোমস্তাপুর উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান আশরাফ

সারওয়ার জাহান সুমন

ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সাবেক গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ব্যবসায়ী আশরাফ হোসেন আলিম।

৮ মে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪০ হাজার ৬২০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে আশরাফ হোসেন আলিমকে (আনারস প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ূন রেজা (ঘোড়া প্রতীক) পান ৪০ হাজার ৬১ ভোট।

এছাড়াও সাধারণ ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো ২৬ হাজার ৫৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে হাসানুজ্জামান নুহ্ (টিউবওয়েল প্রতীকে) নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকসেদুর রহমান (টিয়া পাখি প্রতীক) পান ১৯ হাজার ৯১২ ভোট। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ হাজার ৫০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন মনিরা (সেলাই মেশিন প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতানা খাতুন (হাঁস প্রতীক) পান ১৭ হাজার ৩১ ভোট।

বিজয় প্রসঙ্গে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম জানান, সব সময় আল্লাহর ওপর ভরসা রেখেছিলাম। এ বিজয় সৃষ্টিকর্তার রহমতের বিজয়। এ বিজয় উপজেলার আপামর জনসাধারণের ভালবাসার বিজয়। তাই আমি বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যাদের পবিত্র ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি তাদের। এ বিজয় আমার প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার বিজয়।

উল্লেখ্য, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১২ হাজার ৫৯২ জন, নারী ভোটার ১ লক্ষ ১৩ হাজার ৪৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা জানান, উপজেলার ৮৯ টি ভোটকেন্দ্রে সুষ্ঠু, শান্তি ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটানিং অফিসার জানান, সকলের সহযোগিতায় ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।