চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ‘সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক এবং নারী ও শিশু নির্যাতন বিরোধী জনসচেতনতা সৃষ্টিতে ওলামা-মাশায়েখগণের ভূমিকা’ শীর্ষক জেলা পর্যায়ে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯) সকালে চাঁপাইনবাগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির ছিলেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশরাফুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক আবুল কালাম, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্ররাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন। সূচনা বক্তব্য দেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার এ. বি.এম. জি. কিবরিয়া।