চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ যৌতুক ইভটিজিং মাদক প্রতিরোধে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নে বাল্যবিবাহ যৌতুক ইভটিজিং মাদক জঙ্গিবাদ প্রতিরোধে ও সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোসা: তাছমিনা খাতুন।

উক্ত মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চরঅনুপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাদী'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন তথ্য কর্মকর্তা আছিয়া খাতুনসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সভায় বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, দুর্নীতি, আত্মহত্যা বন্ধে সচেতনতা ও সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা করা হয়।

এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ সবাইকে এগিয়ে আসার আহব্বান জানানো হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।