নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রতিবন্ধী ভ্যান উদ্ধার করেছে নাচোল থানা। পুলিশের দাবি গ্রেফতারকৃত আন্তঃ জেলা চোর চক্রের সদস্য।
শুক্রবার (১০ মে) রাতে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার আমলাইন গ্রামে অভিযান চালিয়ে প্রতিবন্ধী আব্দুর রহিমের চুরি যাওয়া ভ্যানগাড়ীটি উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি যশোর জেলার কোতয়ালী উপজেলার শংকরপুর গ্রামের বাপ্পী গাজী (৩৫), তার বর্তমান ঠিকানা রাজশাহী জেলার তানোর উপজেলার তানোরপাড়া গ্রামে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গত ২৮ এপ্রিল রাত সাড়ে ৮টার সময় রাজবাড়ী কলেজের সামনে হতে ভ্যান চালক প্রতিবন্ধী আব্দুর রহিম (৩২) কে চেতনানাশক দ্রব্য খাওয়ার পর জ্ঞান হারালে তার ব্যাটারি চালিত ভ্যান গাড়ীটি চুরি করে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম- পিপিএম)'র নির্দেশনায় ও গোমস্তাপুর সার্কেলের রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এবং নাচোল থানার নেতৃত্বে (১০ মে) গভীর রাতে নাচোলের নেজামপুর বাজার হতে আন্তঃ জেলা গাড়ি চোর চক্রের সদস্য বাপ্পী গাজী কে আটক করে। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ঐ রাতেই রাজশাহীর মোহনপুর আমলাইন গ্রামে অভিযান চালিয়ে প্রতিবন্ধী আব্দুর রহিমের চুরি যাওয়া ভ্যানগাড়ীটি উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি।