চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের গণকায় হজ্জ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সিকদার ট্যুরস এন্ড ট্রাভেলস এজেন্সির ব্যবস্থাপনায় স্থানীয় আবুল কাশেম হজ্জ কাফেলা এই প্রশিক্ষণের আয়োজন করেছে।

শনিবার (১১ মে) সকাল ১০ টায় পৌর শহরের গণকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হজ্জ প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।

আবুল কাসেম হজ্জ কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সাবেক পৌর মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, কাসেম হজ্জ কাফেলার পরিচালক আলহাজ্ব মো নওশাদ আলী, আলহাজ্ব মো দুলাল আলী, আলহাজ্ব মো কাওসার আলীসহ অন্যরা।

পবিত্র হজ্জ পালনে গমনেচ্ছুদ হাজীদের প্রশিক্ষণ দেন,পাঠান পাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আমানুল্লাহ আমান।

প্রশিক্ষণে হজ্জে গমনেচ্ছু সাড়ে চার শত জনকে হজ্জ পালনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।