চাঁপাইনবাবগঞ্জে রাজশাহী রেঞ্জের ডিআইজি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আনিসুর রহমান (বিপিএম বার- পিপিএম বার) জেলার রিজার্ভ অফিস, পুলিশ লাইন্সের বার্ষিক ও সদর মডেল থানার দ্বি-বার্ষিক পরিদর্শন এবং বার্ষিক কুচকাওয়াজ গ্রহন করেন।

শনিবার (১১ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশ অংশগ্রহণে অনুষ্ঠিত বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন ও সালামি গ্রহণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান (বিপিএম বার-পিপিএম বার)।

জানা গেছে, বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন শেষে ডিআইজি জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি উপস্থিত অফিসার- ফোর্সের বিভিন্ন সমস্যার বিষয়ে মনোযোগ সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের নির্দেশ দেন। তিনি উপস্থিত সকলকে পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

উক্ত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম, পিপিএম)। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ডিআইজি চাঁপাইনবাবগঞ্জ জেলার রিজার্ভ অফিস ও পুলিশ লাইন্স বার্ষিক এবং সদর মডেল থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।