চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব "মা" দিবস উদযাপন

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১২মে) সকাল গোমস্তাপুর উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ও উপজেলা পরিষদের সভা চত্বরে অনুষ্ঠিত হয়। 

গোমস্তাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পংকজ কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন, গোমস্তাপুর উপজেলা হিসাব রক্ষণ অফিসার, আজিজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি, আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন‌।

অতিথিদের বক্তব্যে বলেন পৃথিবীর সবচেয়ে মধুরতম শব্দ "মা" সদ্য জন্ম নেয়া শিশুর পরম আশ্রয় হচ্ছেন মা। মায়ের পরম মমতায়, ভালোবাসায়, আদরে-যত্নে লালিত হতে থাকে ছোট্ট শিশুটি।

শত বিপদ-আপদ থেকে মা তার সন্তানকে আগলে রাখেন সবসময়। চেখের আড়াল হলেই সন্তানের জন্য মায়ের চিত্ত যেন উদগ্রীব হয়ে থাকে। একজন সন্তানের জীবনে মায়ের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না।

আজ সেই মায়েদের দিন বিশ্ব "মা" দিবস। রোববার ১২ মে সারা বিশ্বব্যাপী পালন করা হচ্ছে বিশ্ব মা দিবস। মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয় "মা" দিবস।

১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের মেয়ে স্কুলশিক্ষিকা আনা মারিয়া জার্ভিস তার প্রয়াত মা, অ্যান রিভস জার্ভিস কে স্মরণ করে এক রবিবার তার স্কুলে মা দিবস পালন করেন।

পরবর্তীতে ১৯১৪ সালে যুক্তরাস্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববার "মা" দিবস পালন এবং এদিন জাতীয় ছুটি ঘোষণা করেন। তবে মা দিবস পালনের ইতিহাস আরও পুরোনো। প্রাচীন গ্রীক ও রোমান সভ্যতার সময় থেকে মা কে উৎসর্গ করে একটি দিবস পালিত হতো।

এছাড়া ইউরোপ ও যুক্তরাজ্যে ষোড়শ শতাব্দিতে মা এবং মাতৃত্বকে সম্মান জানাতে একটি নির্দিষ্ট রবিবারকে বেছে নেয়া হয়েছিল, যা ‘মাদারিং সানডে’ হিসেবে পরিচিত। এ দিনটি ছিল পারিবারিক পুনর্মিলনের মত। মানুষের ভেতরে যেমন মা এর জন্য ভালবাসা আছে, তেমনি আছে প্রকৃতির ভেতরেও, ভালবাসা আছে অন্যান্য প্রাণীদের ভেতরেও। শুধু মানব জাতিই নয়, ধরিত্রীতে বিরাজমান প্রায় সকল প্রাণীদের মাঝেই দেখা যায় মাতৃত্বের অনন্য নিদর্শন। যা সভ্যতার মানদণ্ডের উর্ধ্বে উঠে ঘোষণা করে মাতৃত্বের বিশালতা। প্রকৃতিতে ভালোবাসার স্নিগ্ধ স্রোতধারার নাম মা। 

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।