চাঁপাইনবাবগঞ্জে সিএজির প্রতিষ্ঠা বার্ষিকীতে সেবা কার্যক্রমের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজির)’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জে ৩ দিনব্যাপী সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান বিপিএম-পিপিএম।

এ-সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স সুপার আব্দুলাহ আল মামুন, নাচোল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, ভোলাভাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, নির্বাহী অফিসার ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

পরে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম গালিভ খাঁন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।