শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হয়েছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় সাজ্জাদ হোসেনকে পুরষ্কার তুলে দেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান বিপিএম-পিপিএম।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা পৌঁছে দেওয়া সহ অপরাধীদের আটক, মামলা গ্রহণ, রেকর্ড পরিমাণ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার, বিচারে সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গগত উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন যোগদান করার পর তিন বার চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ (ওসি) হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন। তার আগে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে চার বার জেলার শ্রেষ্ঠ (ওসি) সম্মাননা স্মারক অর্জন করেছিলেন তিনি।