চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলার ইতিহাস সাংস্কৃতি কৃষকের যে সততা, আম চাষিদের যে আন্তরিকতা সকল কিছু মিলে গতবারের ন্যায় বিশেষজ্ঞ ও চাষীদের মতামতের প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে এবারও নির্ধারিত কোন আমের ক্যালেন্ডার থাকছে না। আম পরিপক্ক হলেই কৃষক বাজারে বিক্রির জন্য প্রস্তুত করবে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে জেলা প্রশাসকের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন এবং নিরাপদ বিষমুক্ত আমার উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাত করণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খাঁন এসব জানান তিনি।
জেলা প্রশাসক বলেছেন, বিগত কয়েক বছর এ জেলায় আম পাড়ার কোন সময়সীমা নির্ধারণ করা হয়নি। এবারও চাষী কৃষকদের দাবি বিবেচনা করে আম বাজারজাত করতে কোন সময়সীমা নির্ধারণ করা হচ্ছে না। আম পরিপক্ক হলেই কৃষক বাজারজাত করতে পারবে। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী ম্যাংগো স্পেশাল ট্রেনের যে সুযোগ করে দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকায় আম পাঠাতে প্রতি কেজি ১ টাকা ৪০ পয়সা খরচ হবে। ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছাবে। তিনি ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পাঠানোর আহ্বান জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পলাশ সরকার, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোখলেসুর রহমান, রেলওয়ে চিফ কমার্সিয়াল ম্যানেজার (পশ্চিম) সুজিত কুমার বিশ্বাস, রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার আম চাষী, কৃষক, উদ্যোক্তা, রপ্তানিকারক, কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।