চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পতাকা উত্তোলন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা শহরের শহিদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য ও জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। সভা উপস্থাপনা করেন জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুল হুদা অলক।

দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলীয় নেতা কর্মীদের একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ, ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস তুলে ধরেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।