চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার আটক-১

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেলাল বাজার অভিযান চালিয়ে বাপ্পী মিয়া (২২) নামে যুবককে ফেনসিডিলসহ আটক করেছে র‌্যাব।

আটককৃত যুবক হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শিবপাড়া গ্রামের মৃত জাহের আলীর ছেলে। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে।

র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোপন সংবাদের ভিত্তিতে বেলাল বাজারে অভিযান চালিয়ে ৩৩৫ বোতল ফেনসিডিলসহ বাপ্পী মিয়াকে গ্রেপ্তার করে। বাপ্পী মিয়ার বাড়ি কুষ্টিয়া হলেও সে নিয়মিতই চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। সে একজন পেশোদার মাদক কারবারি। উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রজু করা হয়েছে করা হয়েছে বলে জানায় র‌্যাব।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।