মহানন্দা নদীতে ডুবে প্রাণ গেল এক শিশুর

বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের মহানন্দা নদীর বজরাটেক বাগানঘাট্টি ঘাটে গোসল করতে গিয়ে পানির নিচে তলিয়ে মৃত্যু হয়। 


স্থানীয়রা জানান, মৃত শিশু উপজেলার দলদলী ইউনিয়নের পীরগাছি গ্রামের জোহর আলীর মেয়ে সোনীয়া (১২)। বজরাটেক মুন্সিগঞ্জ গ্রামের নানা জমিরুদ্দিনের বাড়ি বেড়াতে এসে দুপুরের দিকে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়। স্থানীয়রা বলেন গত ২০২৪ সালের ৬ এপ্রিল একই স্থানে দুজন শিশু ডুবে মারা যায়।


ভোলাহাট ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ফরিদ উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহয়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে যায়। ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাহাত মৃত ঘোষণা করেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।