রাজশাহী বরেন্দ্র কলেজের নতুন অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা

শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহী বরেন্দ্র কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন শ্রী রণজিৎ কুমার সাহা। তিনি বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর মেঘনাদ সাহা'র সুযোগ্য সন্তান। সোমবার (২০ মে) দুপুরে রাজশাহী বরেন্দ্র কলেজ মিলনায়তনে কলেজ সংশ্লিষ্টদের সাথে আনষ্ঠানিক আয়োজন শেষে তিনি কলেজ অধ্যক্ষের চেয়ারে বসেন।

রাজশাহী বরেন্দ্র কলেজ গভর্নিং কমিটির সভাপতি ও রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. দীপকেন্দ্রনাথ দাস'র সভাপতিত্বে এবং কলেজের শরীরচর্চা বিষয়ক শিক্ষক মামুন উর রশীদ'র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদুৎসায়ী সদস্য মোহনপুর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রাজকুমার সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জান মোহাম্মদ, শিক্ষক প্রতিনিধি গোলাম মর্তুজা, স্টাফ কাউন্সিল সেক্রেটারি সৈয়দা বদরুন নেসা ও অনার্স পর্যায়ের শিক্ষকদের পক্ষে ওয়ালি অলি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।