চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পূর্ণ চলছে গণনা

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা।

মঙ্গলবার (২১ মে) শিবগঞ্জ উপজেলার ১৬৬টি কেন্দ্রে সকাল ৮ টায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়। টানা ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, গোটা উপজেলাতেই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।