চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম গালিভ খাঁন।
মঙ্গলবার (২১ মে) উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান ( বিপিএম, পিপিএম) চাঁপাই নবাবগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও।
এছাড়াও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার উজ্জল হোসেন, জেলা নির্বাচন অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।