শিবগঞ্জ উপজেলায় বিজয়ী হলেন যারা

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদে আবারো চেয়ারম্যান পদে বিজয়ী হলেন সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। তিনি কাপ-পিরিচ প্রতিক নিয়ে ৮১ হাজার ৮৩০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম মহসীন আলী মিয়া মোটরসাইকেল প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৬৭ হাজার ২০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে ৬২৬২৫ ভোট পেয়ে বিজয়ী হলেন টিউবওয়েল প্রতিকের মোহাঃ রবিউল খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৮৫২০ ভোট পেয়ে বিজয়ী হলেন প্রজাপতি প্রতিকের মোসাঃ শিউলী বেগম।

মঙ্গলবার (২১ মে) রাত ১২টার দিকে নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উজ্জল হোসেন এ ফলাফল ঘোষনা করেন। তিনি জানান, ভোটের শতকরা হার ৩৩.৬৮ শতাংশ।

নির্বাচনে চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে অন্য দুই প্রার্থী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া আনাসর প্রতিকে পেয়েছেন ৪৯২৯ ভোট, জাসদ নেতা জামাল হোসেন পলাশ মশাল প্রতিকে পেয়েছেন ১২৪৯ ভোট। কোন অপ্রতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।