সংসদ সদস্য আনারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক

সংসদ সদস্য এবং ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম (আনার)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আনোয়ারুল আজিমের জন্ম ১৯৬৮ সালের ৩ জানুয়ারি। তিনি কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। আনার বিবাহিত এবং তাঁর দুই মেয়ে রয়েছে। পেশায় ব্যবসায়ী আনার বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি। দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি কালীগঞ্জ উপজেলা পরিষদের চে

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।