চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জেলা পরিষদের অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।
বুধবার (২২মে) বিকালে ভোলাহাট উপজেলার রামেশ্বর উচ্চ বিদ্যালয় ও জামবাড়িয়া ডিগ্রী কলেজ ও পাচ টিকরি গোরস্থানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে বাস্তবায়িত প্রকল্পগুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলি শাহ্, জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি, সহকারী প্রকৌশলী সুজাউল ইসলাম, সার্ভেয়ার সফিকুল ইসলামসহ অন্যরা।