ভোলাহাটের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জেলা পরিষদের অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।

বুধবার (২২মে) বিকালে ভোলাহাট উপজেলার রামেশ্বর উচ্চ বিদ্যালয় ও জামবাড়িয়া ডিগ্রী কলেজ ও পাচ টিকরি গোরস্থানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থে বাস্তবায়িত প্রকল্পগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন আলি শাহ্, জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি, সহকারী প্রকৌশলী সুজাউল ইসলাম, সার্ভেয়ার সফিকুল ইসলামসহ অন্যরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।