চাঁপাইনবাবগঞ্জে কাস্টম আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে কাস্টম আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৩মে) সকালে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে কাস্টম আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশলায় উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, পরিচালক খাইরুল ইসলাম, আব্দুল আওয়াল, আব্দুল বারেক ব্যবসায়ী আমদানি কারক বাবুল হাসনাত দুরুল, নুরুল ইসলাম, আদর্শ গ্রুপের প্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের আমদানি কারকগন। উক্ত আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নুর-উদ্দিন মিলন, ডেপুটি কমিশনার অব কাস্টমস এবং ইব্রাহিম হোসেন, রাজস্ব কর্মকর্তা, সোনমসজিদ স্থল বন্দর শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।