চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
তৃতীয়বারের মতো রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ার গৌরব অর্জন করলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে রাজশাহী রেঞ্জর কার্যালয়ের “পদ্মা“ সম্মেলন কক্ষে এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের শ্রেষ্ঠ (ওসি) হাওয়ায় ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আনিসুর রহমান (বিপিএম বার), পিপিএম বার)। এসময় উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী এবং রেঞ্জ অফিসসহ রেঞ্জাধীন সকল জেলা ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ডিআইজি আনিসুর রহমান বিগত দিনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এবং রেঞ্জের সকল জেলা ইউনিট কে ভবিষ্যত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা’র প্রণীত অভিন্ন নীতিমালার আলোকে এপ্রিল মাসে রেঞ্জের শ্রেষ্ঠ পারফরমেন্সধারী নিম্নবর্ণীত সদস্যগণকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।