ফ্যাকো মেশিনে ছানি অপারেশনের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

"চক্ষু পরিচর্যা সবার জন্য" দৃষ্টি সকলের অধিকার" এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালে অত্যাধুনিক ফ্যাকো মেশিন দ্বারা ছানি অপারেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২৪মে) বিকেলে শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন  বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি বাংলাদেশ কার্যনির্বাহী সদস্য এম কোরাইশী মিলু, কোষাধ্যক্ষ মতিউর রহমান বরজাহান, অত্র হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডা. রুমানা আফরোজ লিয়া, 

নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আর রশিদ, অত্র হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী সহ অন্যান্যরা। সার্বিক উপস্থাপনা করেন সমিতির নির্বাহী সদস্য

আব্দুল হান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান মিঠুন।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখা, চাঁপাই নবাবগঞ্জ চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।