যুবলীগ নেতা মরহুম সেরাজুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠী, গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে সামাজিক সাংস্কৃতিক সংগঠক মরহুম সেরাজুল ইসলাম টাইগার এর স্মরনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার রাতে সবুজ সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন মুকিত হাসান দীপু। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট)এর সভাপতি ও সামাজিক সংগঠক আসাদুল্লাহ আহমদ।

বক্তব্য রাখেন, সারওয়ার জাহান সুমন, রফিকুল ইসলাম রানা, জুলকারনাইন বাদল, নাহিদুজ্জামান, রিনা খাতুন, রফিক মীর ও মরহুমের সন্তান সাখাওয়াত হোসেন মিলন। সন্চালনায় ছিলেন জাকির হোসেন সনি।শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।