গোমস্তাপুর ইউনিয়নে ৩ কোটি টাকার বাজেট ঘোষণা

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের ৩ কোটি ২০ লাখ ৪৭ হাজার ৩শত ৭২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।

সোমবার (২৭ মে) বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব তোহিদুল আলম।

উক্ত সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শরীফ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এ-সময় অতিথিদের মধ্যে বক্তব্য দেন এ্যাডভোকেট এনামুল হক, গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হামিদুজ্জামান, সমাজসেবক নাজমুল হক ফয়জলী। 

গোমস্তাপুর ইউনিয়নের বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ২০ লক্ষ ৪৭ হাজার ৩ শত ৭২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ ৫৪ হাজার ৫০ টাকা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।