চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮মে) সকালে জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।

উক্ত সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দস সালাম (শিবগঞ্জ), কবির আহমেদ খান (গোমস্তাপুর), হোসনে আরা পাখি (ভোলাহাট), তাসলিমা বেগম (সদর), সাবিহা শবনম কেয়া (গোমস্তাপুর) ,জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সুজাউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। 

সভায় জেলা পরিষদের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।

পরে সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তাঁর নেতৃত্বে দেশের উন্নয়নে কমিটির সবাই কে একসাথে কাজ করার আহব্বান জানান।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।