নিউজ ডেস্ক
ঘূর্ণিঝড় রিমালে উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধ বর্ষা মৌসুমের আগেই মেরামতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সকল সরকারি কর্মকর্তাদের ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভা শেষে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার জানান, রাত ২টা পর্যন্ত ঘূর্ণিঝড়ের খবর মনিটরিং করেছেন প্রধানমন্ত্রী। ঝড়ে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করে দুর্যোগ মন্ত্রণালয়কে রোববারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে ১৪ হাজার ৩৩৭ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৫৪১ কোটি ৫২ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৭ হাজার ৮৭৯ কোটি ১৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮৩ কোটি ২৯ লাখ টাকা ব্যয় করা হবে।
এদিকে, মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমাল কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা সফরের অংশ হিসেবে প্রথম যাবেন পটুয়াখালী জেলায়।