সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ শীর্ষক কোর্সের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও পৌর নির্বাহী অফিসারগণের জন্য সম্পদ আহরণ ও নাগরিক অংশগ্রহণ শীর্ষক কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২৯ মে) সকলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে জেলা প্রশাসন ও এনআইএলজি এর যৌথ উদ্যোগে

শীর্ষক কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খাঁন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাই নবাবগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক, দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম- পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং কোর্সে অংশগ্রহণকারী পৌরসভার মেয়র, কাউন্সিলর ও পৌর নির্বাহী অফিসারগণ।


কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।