চাঁপাইনবাবগঞ্জে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা অর্থদন্ড

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন ও র‌্যাবের সমন্বিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ২টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।

এছাড়া অভিযানে বিপুল পরিমান ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়েছে। উপজেলা প্রশাসন ও র‌্যাব সূত্র জানায়, গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালানো হয়। দন্ডিত প্রতিষ্ঠানগুলো হল মেসার্স টিপু আইসক্রিম ফ্যাক্টরি ও মেসার্স রাজা এন্টারপ্রাইজ নামের একটি ছানা ফ্যাক্টরি।

র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, যৌথ অভিযানে ভেজাল খাদ্য সমাগ্রী তৈরী, সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে এবং খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রণের অপরাধে টিপু আইসক্রিম ফ্যাক্টরিকে ১ লক্ষ টাকা ও রাজা এন্টারপ্রাইজকে ১ লক্ষ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্ঝল হোসেন। ইউএনও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান চলবে বলেও জানান তিনি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।