চাঁপাইনবাবগঞ্জে আনন্দঘন পরিবেশে আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াড অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সকাল থেকে কালো মেঘে ঢাকা চাঁপাইনবাবগঞ্জের আকাশ। সাড়ে আটটার দিক থেকে নামে ঝুমবৃষ্টি। ঘণ্টাখানেক পরে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দুপুরের পর মিষ্টি রোদে ঝলমল করে ওঠে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। ছুটির দিনে সেখানে আঞ্চলিক স্বাস্থ্য অলিম্পিয়াডের বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী।

যক্ষ্মার বিস্তার রোধ ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্য অলিম্পিয়াড। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির অর্থায়ন এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালনায় প্রথম আলো এই স্বাস্থ্য অলিম্পিয়াডের আয়োজন করছে। এতে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।