অরুণাচলে বিজেপির জয়, মোদি বললেন ‘ধন্যবাদ’

নিউজ ডেস্ক

উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশে বিধানসভার নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের আরেক রাজ্য সিকিমে সরকার গড়তে চলেছে 'সিকিম ক্রান্তিকারী মোর্চা' (এসকেএম)।

গত ১৯ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের দিনই অরুণাচল প্রদেশের ৬০ আসনে এবং সিকিমের ৩২ আসনে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। অরুণাচল প্রদেশে ভোট পড়ে ৮২.৯৫ শতাংশ, সিকিমে ভোট পড়ে ৭৯.৮৮ শতাংশ।

রবিবার ছিল তার ভোট গণনা। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৬টা থেকে এই দুই রাজ্যে ভোট গ্রহণ শুরু হয়।
অরুণাচল প্রদেশে (৬০) সরকার গড়তে গেলে প্রয়োজন ৩১ আসন। সেখানে বিজেপি জয় পেয়েছে ৪৬ আসনে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই ১০ আসনে জয়ী হয়েছিল বিজেপি। প্রধান প্রতিপক্ষ 'ন্যাশনাল পিপলস পার্টি' (এনপিপি) পেয়েছে ৫টি আসন, ১টি আসনে জয় পেয়েছে শতাব্দীর প্রাচীন দল কংগ্রেস এবং অন্যরা ৮টি আসনে জয়ী হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু এবং উপ-মুখ্যমন্ত্রী চাওনা মেইন- উভয়েই তাদের নিজ নিজ কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।

অন্যদিকে, সিকিমে (৩২) সরকার গঠনের জন্য প্রয়োজন ১৭ আসন। সেখানে রাজ্যটির ক্ষমতাসীন দল 'সিকিম ক্রান্তিকারী মোর্চা' (এসকেএম) ৩১ আসনে জয়ী হয়েছে। প্রধান প্রতিপক্ষ 'সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট' (এসডিএফ) এর ঝুলিতে গেছে মাত্র ১টিআই আসন।

জয়ী প্রার্থীদের মধ্যে অন্যতম এসকেএম প্রধান ও মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। যদিও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং এসডিএফ প্রধান পবন চামলিং পরাজিত হয়েছেন। এই নিয়ে অরুণাচল প্রদেশে পরপর তিনবার ক্ষমতায় আসলো রাজ্যটির মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা প্রেমা খান্ডুর নেতৃত্বাধীন বিজেপি।

অন্যদিকে, সিকিমে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসলো মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং'এর নেতৃত্বাধীন এসকেএম।

ভোট শেষ হওয়ার পর বিভিন্ন এক্সিট পোলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অরুণাচল প্রদেশে বিজেপি এবং সিকিমে এসকেএম দলের আসার ইঙ্গিত মিলেছিল। কার্যক্ষেত্রে হলোও তাই।

বিজেপির জয়ের খবর আসতেই অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে দলীয় কার্যালয়ের সামনে উৎসবে মেতে ওঠেন গেরুয়া শিবিরের দলীয় কর্মী, সমর্থকরা। অন্যদিকে, একই ছবি দেখা যায় সিকিমেও, এসকেএম দলের সমর্থকরা গান গেয়ে, নেচে উৎসবে মেতে ওঠেন।

এই জয়ের অরুণাচল প্রদেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স হ্যান্ডেলে লিখেছেন 'ধন্যবাদ অরুণাচল প্রদেশ! এই বিস্ময়কর রাজ্যের মানুষ দ্ব্যর্থহীন ভাবে উন্নয়নের রাজনীতিকে জনাদেশ দিয়েছে। অরুণাচল প্রদেশের বিজেপির প্রতি আস্থা রাখায় তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। রাজ্যের উন্নয়নে আমাদের দল আরও বেশি করে কাজ চালিয়ে যাবে।'

২০১৯ সালের বিধানসভা নির্বাচনে অরুণাচল প্রদেশে (মোট আসন ৬০) ৪১ আসন পেয়ে সরকার গঠন করে বিজেপি। বিরোধীদের মধ্যে জনতা দল ইউনাইটেড ৭ আসন, এনপিপি ৫ আসন, কংগ্রেস ৪ আসন, পিপলস পার্টি অফ অরুণাচল (পিপিএ) ১ আসনে এবং স্বতন্ত্র দলের প্রার্থীরা ২ আসনে জয়ী হয়।

অন্যদিকে, গত ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে সিকিমে (মোট আসন ৩২) ১৭টি আসন পেয়ে সরকার গড়েছিল প্রেম সিং তামাং'এর নেতৃত্বাধীন 'সিকিম ক্রান্তিকারী মোর্চা' (এসকেএম), রাজ্যটি সাবেক মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং' এর নেতৃত্বাধীন বিরোধীদলের জোট 'সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট' (এসডিএফ) পেয়েছিল ১৫ টি আসন।

আগামী ৪ জুন ভারতের ৫৪৩ আসনে লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশটির আরও দুই রাজ্য -অন্ধ্রপ্রদেশ (১৭৫) এবং ওড়িশার (১৪৭) বিধানসভার আসনের ভোট গণনা হবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।