চাঁপাইনবাবগঞ্জে হিরোইন ও নগদ টাকাসহ গ্রেফতার-১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চিহ্নিত মাদক কারবারি মিজানুর রহমান মিজান (৫০) কে ১শ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের ৩ লক্ষ ৩১ হাজার টাকাসহ র‌্যাবের হাতে আটক-১।

বুধবার (০৫ জুন) রাতে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক বাগান বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয়। সে শিবগঞ্জ উপজেলার কানসাট বাগানবাড়ি গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে মিজানুর রহমান মিজান। 

র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্ত থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী সরবরাহ করে আসছিলেন। তার বাড়ী সীমান্তে হওয়ায় সহজেই মাদক সংগ্রহ করে রেখে দিতেন। পরবর্তীতে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। এবিষয়ে র‌্যাবের কাছে গোয়েন্দা তথ্য আসে উক্ত মাদক ব্যবসায়ী মাদক সংগ্রহ করে বিক্রির জন্য তার নিজ বাড়ীতে সংরক্ষন করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব তার বাড়ীতে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রয়ের ৩ লক্ষ ৩১ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। 

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় র‌্যাব।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।