সারওয়ার জাহান সুমন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণের উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ০৫ জুন বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশন, স্থানীয় শাখা, গোমস্তাপুর উপজেলার আয়োজনে সকালে উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশন, স্থানীয় শাখা, গোমস্তাপুর উপজেলার স্থানীয় কমিশনার হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সভাপতি, বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশন, গোমস্তাপুর নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুশান্ত চন্দ্র বর্মন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশন, গোমস্তাপুর উপজেলার স্থানীয় শাখার সম্পাদক সেলিনা আখতার বেনু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, বেগুনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আকতার বানু প্রমুখ। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বাংলাদেশ গার্ল গাইডস এ্যাসোসিয়েশ, গোমস্তাপুর উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।