চাঁপাইনবাবগঞ্জে থেকে নিখোঁজ শিশু রাজশাহীতে উদ্ধার

রাজশাহী প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ থেকে হারিয়ে যাওয়া সিহাব (০৮) নামে এক শিশুকে উদ্ধার করে বাবা-মার কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ।

গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে উঠে রাজশাহীতে এসে হারিয়ে যায়। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার পুরাতন বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, সোমবার চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে রাজশাহীগামী একটি ট্রেনে কৌতূহলবশত উঠে পড়ে আট বছর বয়সি শিশু সিহাব।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।